বাংলাদেশ যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা সদস্য ছিলেন তৌহিদ হৃদয়। মিডিল অর্ডারের তিনি ছিলেন বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। যুব বিশ্বকাপের পর নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না তৌহিদ হৃদয়। তারই সতীর্থ শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারী খেলেছেন জাতীয় দলের হয়ে।
তবে এবার নিজের সামর্থের পরিচয় দিচ্ছেন তৌহিদ হৃদয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন তিনি। আগে দুই ম্যাচে বরিশালের বিপক্ষে করেছিলেন ৫৫ এবং কুমিল্লা বিপক্ষে করেছিলেন ৫৬ রান।
আজ ঢাকার বিপক্ষে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। তবে তৌহিদের হৃদয় বিপিএলে যেমন ব্যাটিং করেছেন এরকম ধারাবাহিক ব্যাটিং বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে খুবই কমই দেখা যায়। বিশেষ করে তাদের স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো।
এখন পর্যন্ত ৩ ইনিংসে ১৯৫ রান সংগ্রহ করেছেন তৌহিদের হৃদয়। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার ব্যাটিং গড় ৬৫.০০। তবে তাই স্ট্রাইক রেট চোখে পড়ার মতো ১৬৬.৬৬। ৩ ইনিংসে ১৫টি চার এবং দশটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।