প্রথমবার আইপিএলের সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটার আইপিএল থেকে পাওয়া টাকা জমিয়ে রাখবেন মায়ের চিকিৎসার জন্য

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় ফাস্ট বোলার মুকেশ কুমার। বিগত কয়েক মাস ধরেই ভারতীয় বিভিন্ন ক্রিকেট লিগ এবং ভারত এ ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এই ফাস্ট বোলার।

সর্বশেষ এই মাসেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের হয়ে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের এক ইনিংসে নিয়েছিলেন ৪০ রানে ৬ উইকেট। এছাড়াও গত সেপ্টেম্বরের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলেও ডাক পেয়েছিলেন তিনি।

তাইতো প্রথমবারের মতো আইপিএলের দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুকেশ কুমার। যেখানে তিনি পারিশ্রমিক পাবেন সাড়ে পাঁচ কোটি রুপি। অবিশ্বাস্য দাম পেয়ে দারুন খুশি তিনি জানিয়েছেন এই টাকাগুলি মায়ের চিকিৎসার জন্য জমিয়ে রাখতে চান।





“আমি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসার জন্য জমা থাকবে। মায়ের ফুসফুসে সংক্রমণ। এখন ভালো আছেন। তবে জরুরি অস্ত্রোপচারের দরকার হলে তখন টাকা কাজে লাগাব।”