আইপিএলে ১৪ কোটি থেকে ২ কোটিতে বিক্রি হলেন কেন উইলিয়ামসন। ১৫ কোটি থেকে ১ কোটিতে জেমিসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের নিলাম যেন লটারির মত। যেখানে কে কত দাম পাবে সেটি আগে থেকে বলা একপ্রকার অসম্ভব। এমনও আছে ৫০ লাখ রুপি দামের ক্রিকেটার বিক্রি হচ্ছেন ১০ কোটিতে আর ১৫ কোটি দামের ক্রিকেটার বিক্রি করছেন ১ কোটিতে।





আইপিএলে গত মৌসুমের নিলামে ঝড় তুলেছিলেন নিউজিল্যান্ডের তারকা ফাস্ট বোলার কাইল জেমিসন। নিউজিল্যান্ডের এই ফার্স্ট বোলারকে দলে নিতে কাড়াকাড়ি লেগে গিয়েছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। শেষ পর্যন্ত নিলাম থেকে গত বছর তাকে ১৫ কোটি রুপি দিয়ে দলে নিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কিন্তু গত বছরের অন্যতম সেরা এই দামী ক্রিকেটার এ বছর বিক্রি হয়েছেন মাত্র ১ কোটি রুপিতে। যেখানে নিলামে হবে তার প্রাইস ছিল এক কোটি রুপি। প্রথম ডাকেই তাকে দলে পেয়ে যায় চেন্নাই সুপার কিংস। তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি আর কোন ফ্রাঞ্চাইজি।

শুধু জেমিসন একাই নয় তার সাথে আরও বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা এর আগে নিলামে ঝড় তুলেছেন কিন্তু এই নিলামে বিক্রি হয়েছেন একদমই কম দামে। এদের মধ্যে আরো একজন নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন।

সানরাইজার্স হায়দ্রাবাদের এই অধিনায়ককে এবারের মৌসুমে ছেড়ে দিয়েছে তারা। এই নিলামে তাকে দলে নিতে আগ্রহ দেখা যায়নি ফ্রাঞ্চাইজি গুলির মধ্যে। গত বছর ১৪ কোটি রুপি পারিশ্রমিক পাওয়া এই ক্রিকেটার এবার বিক্রি হয়েছেন মাত্র ২ কোটি রুপিতে।





এছাড়াও অস্ট্রেলিয়ার আরেক তারকা ফাস্ট বোলার রিচার্ডসন। ২০২১ আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন এই ফাস্ট বোলার। ওই বছর ১৪ কোটি রুপি দিয়ে তাকে দলে নিয়েছিল পাঞ্জাব। কিন্তু এবারের নিলামে তিনি বিক্রি হয়েছেন মাত্র ১.৫ কোটি রুপিতে।