অসাধারণ জুটি গড়ে দলকে ফাইনালে নিয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং শাহাদাত হোসেন দিপু। বাংলাদেশ ক্রিকেট হিলিগে আজ সেন্ট্রাল জোনের বিপক্ষে ৫ উইকেটে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করেছে বিসিবি নর্থ জোন।
বিকেএসপিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বিসিবি সেন্ট্রাল জোন। এই দিন দলের হয়ে সর্বোচ্চ ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
তবে একমাত্র মিঠুন ছাড়া দলের হয়ে রান করতে পারেনি আর কোন ব্যাটসম্যান। জাতীয় দলের দুই ওপেনার সৌম্য সরকার করেন ১১ এবং নাজমুল হোসেন শান্ত করেন মাত্র ১৫ রান। এছাড়াও মোসাদ্দেক হোসেন ফেরেন মাত্র ৯ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বিসিবি নর্থ জোন। ০ রানে প্যাভিলিয়নে ফেরেন সৈকত আলী। এছাড়াও লিটন দাস ৯ এবং ফজলে রাব্বি ফেলেন ১১ রানে। তবে এরপরেই তরুণ ব্যাটসম্যান শাহাদত হোসেন দিপুকে সাথে নিয়ে এগিয়ে যেতে থাকেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।
দুজন মিলে দলকে শেষ পর্যন্ত নিয়ে যান। সেঞ্চুরি তুলে নেন তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান শাহাদত হোসেন দিপু।১৫১ বলে ১০১ রান করে প্যাভিলিয়নে ফেরেন শাহাদাত হোসেন দিপু। তবে মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৯৮ বলে ৮ টিচার এবং চারটি ছক্কা হাকিয়ে ৯৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ।