নাঈম শেখের ৮২ রানে বাংলাদেশ ক্রিকেট লীগের ফাইনাল নিশ্চিত করেছে বিসিবি সাউথ জোন

বাংলাদেশ ক্রিকেটের লীগের ফাইনাল নিশ্চিত করেছে বিসিবি সাউথ জোন। আজ ইসলামী ব্যাংকে ছয় উইকেট হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে এনামুল হক বিজয়ের দল।





বিকেএসপি-তে আগে ব্যাট করে মুশফিকুর রহিমের ৬৮ রানের উপর ভর করে মাত্র ১৭১ রান সংগ্রহ করে ইসলামী ব্যাংক। জবাবে মোহাম্মদ নাঈম শেখের ৮২ রানের সুবাদে ৫ ওভার হাতে রেখেই ছয় উইকেটে জয়লাভ করে বিসিবি সাউথ জোন।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যায়ে পড়ে ইসলামী ব্যাংক। মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন পারভেজ হোসেন ইমন এরপর ৬ রান করে প্যাভিলিয়নের ওপেনার মাহমুদুল হাসান জয়।

দ্রুতই ২ উইকেট হারিয়ে চাপে পড়লে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ইমরুল কায়েস এবং মুশফিকুর রহিম। তবে ইমরুল ১৬ রান করে প্যাভিলিয়নের ফিরলে মুশফিকের যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউই।

জাতীয় দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান আফিফ হোসেন ৮, প্রীতম কুমার ১০ এবং শেখ মেহেদী ফেলেন এক রান করেই। শেষের দিকে এবাদত হোসেনের ২২ এবং তানভীর ইসলামের অপরাজিত ২০ রানের সুবাদে ১৭১ রান সংগ্রহ করে ইসলামী ব্যাংক। সাউথ জোনের হয়ে একাই চার উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি।

যেভাবে ব্যাট করতে ব্যাট হাতে একাই রান সংগ্রহ করতে থাকেন মোহাম্মদ নাঈম শেখ। যদিও শুরুতেই শূন্য রানের প্যাভিলিয়নের ফেরেন এনামুল হক বিজয়। তবে অন্য ক্লান্ত থেকে দুর্দান্ত খেলতে থাকেন নাঈম।





৯৩ বলে ১০ টি চার এবং দুটি ছক্কা সাহায্যে ৮২ রান করে প্যাভিলিয়নে ফেলেন তিনি। এছাড়াও শেষের দিকে নাসির হোসেন ২৩ এবং তৌহিদ ২০ করে অপরাজিত থাকেন। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা।