টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ভালো হয়নি বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত ভালো শুরু করলেও মিডেল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪৪ রানের পুঁজি হয়তো বেশি নয়। কিন্তু ম্যাচের প্রথম দুই বলেই খেলার মোড় ঘুরিয়ে দেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম দুই বলেই তিনি তুলে নেন দুটি উইকেট। যাওয়ার সুবাদে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর সাথে সাথে লঙ্কার কিংবদন্তি চামিন্দা ভাসের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২০০৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শুরুর দুই বলে উইকেট তুলে নিয়েছিলেন চামিন্দা। ৩য় বলেও আউট করেন, যথাক্রমে ফেরেন হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল এবং এহসানুল হক। এরপর তাসকিন আহমেদ যিনি যে প্রথম দুই বলেই উইকেটে তুলে নিয়েছে। তবে তিনি করেছিলেন ওয়ানডে বিশ্বকাপে আর তাসকিন করেছেন টি-২০ বিশ্বকাপে।
শুরুতেই প্রতিপক্ষের মাথায় আঘাত। মাঝে ক্রমাগত ভালো বোলিংয়ে চাপে রাখলেন ব্যাটসম্যানদের। শেষটায় ফিরে এসে শেষ দিকে দুই ব্যাটসম্যানের উইকেট। নেদারল্যান্ডসের ব্যাটিং ইনিংসের ‘মাথার পর লেজ কেটে’ বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় এনে দিলেন তাসকিন।
ক্যারিয়ার সেরা ২৫ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক তিনি। নতুন বল ও উপমহাদেশের বাইরের কন্ডিশনে তাসকিন বেশ কয়েক বছর ধরেই সাফল্য পেয়ে আসছেন। সেই ধারাবাহিকতা আজ দেখা মিললো হোবার্টের ২২ গজে।
লেন্থ ডেলিভারিতে সুইং আদায় করে প্রথম দুই বলে উইকেটের পেছনে তালুবন্দি করান বিক্রমজিৎ সিং ও বাস ডি লিডকে। দলের জয়ে অবদানের দেখতে পেরে দারুন খুশি তাসকিন। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন,
“এটা আমাদের জন্য ভালো জয় এবং এটা আমাদের দরকার ছিল। আমরা দল হিসেবে ভালো খেলেছি, দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। আমি খেয়াল করেছিলাম প্রথম ইনিংসে প্রথম দুই বল অনেক ঘুরছিল। তাই আমি টেস্ট-ম্যাচের লেন্থ বোলিং করেছি। আমি অ্যালান ডোনাল্ডের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই”।