শেষ ওভারের নাটকীয়তাই অস্ট্রেলিয়া লিজেন্ডস এর বিপক্ষে হেরে গেল বাংলাদেশ লিজেন্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। শেষ মুহূর্তে জয়ের পথে হাঁটছিল বাংলাদেশ। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রানের।
কিন্তু বল হাতে সেটি থামাতে পারেননি আবুল হাসান রাজু। অস্ট্রেলিয়া কিংবদন্তি ব্যাটসম্যান ব্রড হেডেইন নিয়ে নেন সে রান। শেষ দুই বলে প্রয়োজন ছিল ৮ রানের। দুই বলে দুটি চার মেরে জয় নিশ্চিত করেন হেডেইন।
এদিন টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে এদিনও প্রথম ওভারে উইকেট হারিয়ে বসে বাংলাদেশ লিজেন্ডস। টানা তিন ম্যাচে তৃতীয়বারের মতো শূন্য রানে আউট হন নাজিমউদ্দিন। ওপেনিংয়ে নামা মেহরাব হোসেন ৭ এবং তিনে নেমে আফতাব আহমেদ করেন ৬ রান।
আগের ম্যাচে রান পাওয়া অলক কাপালি এদিনও করেন ২০ রান। পাঁচে নেমে নাজমুস সাদাতের উইলো থেকেও আসে ২০ রান। আগের ম্যাচে ভালো খেলা ধীমান ঘোষ এদিন অবশ্য মাত্র ১ রান করে ফেরেন।
এদিন বাংলাদেশ লিজেন্ডসের পক্ষে সর্বোচ্চ রান করেন ইলিয়াস সানি। এই স্পিন অলরাউন্ডার ২৯ বলে ২ চার ও ১ ছয়ে ৩২ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে অধিনায়ক মোহাম্মদ শরিফ ১৪, ডলার মাহমুদের ১৭ রানে দেড় শ পেরোয় টাইগার লিজেন্ডসরা।
এই ম্যাচে বল হাতে বেশ বাজে ছিল অজি বোলারদের পারফরম্যান্স। তারা ম্যাচে ৩৯টি অতিরিক্ত রান দেন। ম্যাচে অজিদের পক্ষে বোলিং করেন ৮ জন। এরমধ্যে ৭ জনই ১টি করে উইকেট শিকার করেন।