টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিছুদিন আগেই এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে লঙ্কানরা। কিন্তু ইনজুরির শঙ্কা থাকায় বিশ্বকাপের দল দিতে বেশ বেগ পেতে হলো চ্যাম্পিয়নদের। তবে নির্ধারিত সময়ের একদিন পর শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
দলে লঙ্কান বর্তমান সময়ের দুই ফাস্ট বোলার দুশমন্থ চামিরা এবং লাহিরু কুমারাকে দলের রাখা হয়েছে ফিট থাকা সাপেক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলংকা চূড়ান্ত স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), ধানুশাকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিদু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা (ফিট থাকা সাপেক্ষে), লাহিরু কুমারা (ফিট থাকা সাপেক্ষে), দিলশান মাধুশাঙ্কা ও প্রমোদ মাধুশান।
স্ট্যান্ডবাই: আশেন বান্দারা, প্রবীণ জয়াউইক্রেমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো ও নুওয়ানিন্দু ফার্নান্দো।