বাংলাদেশের পর এবার অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে ধরা হয় ওয়েস্ট ইন্ডিজকে। বিশ্বকাপে তাদের দলটি কেমন হয়, সেটাই ছিল সবার দেখার বিষয়।
তবে দলে জায়গা হয়নি বর্তমান সময়ের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের। তবে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দিয়েছে, বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে বাদ দিয়েছে ক্যারিবীয় টিম ম্যানেজমেন্ট। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ খেলেছিলেন তিনি।
আন্দ্রে রাসেলের সঙ্গে বাদ পড়েছেন আরেক পরিচিত ক্রিকেটার ফ্যাবিয়েন অ্যালেনও। সুনিল নারিন ঘোষণা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলতে চান। কিন্তু তাকেও বিশ্বকাপ দলে বিবেচনায় আনা হয়নি।
বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবোর্ড দলে ফিরিয়েছে মারকুটে ওপেনার এভিন লুইসকে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবীয়দের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর থেকে ফিটনেস ঘাটতির কারণে দলে থাকতে পারেননি লুইস।
ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের বিশ্বকাপ দল নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, এভিন লুইস, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, ইয়ানিক ক্যারিয়াহ, আকিল হোসেইন, ওবেদ ম্যাকয়, জনসন চার্লস, অ্যালজারি জোসেফ, রেমন রেইফার, শেলডন কটরেল, ব্র্যান্ডন কিং, ওডেন স্মিথ।