প্রধান কোচ নয়, শ্রীরাম বাংলাদেশের দলে যোগ দিচ্ছেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে : পাপন

প্রধান কোচ হিসাবে নয় শ্রীরাম বাংলাদেশের কোচিং দলে যোগ দিচ্ছেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। গতকাল থেকেই হঠাৎ করে গুঞ্জন ওঠে এশিয়া কাপে রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে নতুন কাউকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই নিয়ে গতকাল সারাদিনই চলেছে নানা আলোচনা। শেষ পর্যন্ত সেই গুঞ্জন কিছুটা হলেও সত্য হচ্ছে। আজ শুক্রবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ গুলশানে সাংবাদিকদের তিনি বলেছেন,

“শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।”





ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার ২০১৫ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে কাজ করেছেন। এছাড়াও ২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের অন্যতম সদস্য করা হয়েছিল তাঁকে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ ছিলেন শ্রীরাম।