ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ এবং সাব্বির রহমান। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে এখন ব্যাট করছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৪ রানের মাথায় ১০ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার।
তবে এরপর ৫৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মোহাম্মদ নাঈম শেখ এবং সাইফ হাসান। দলীয় ৭৪ রানের মাথায় ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। তবে অন্য প্রান্ত থেকে একাই দুর্দান্ত খেলতে থাকেন নাঈম শেখ। নয়টি বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন হাফ সেঞ্চুরি।
মোঃ মিঠুন কে সাথে নিয়ে স্কোর বড় করতে থাকেন নাইম শেখ। তুলে নেন সেঞ্চুরি। তবে সেঞ্চুরি তুলে নেওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি নাঈম শেখ। ১১৫ বলে ১৪টি চার এবং একটি ছক্কার সাহায্যে ১০৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। নাইমের পর প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক মোঃ মিঠুন। ৪৭ বলে ২৮ রান করেন তিনি।
তবে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান সাব্বির রহমান এবং শাহাদাত হোসেন দিপু। ৩৩ বলে ২৪ রান করে দিপু আউট হলেও অন্য প্রান্ত থেকে ৫০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাব্বির রহমান। শেষ পর্যন্ত ৫৭ বলে ৫টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ৬২ রান করেন সাব্বির রহমান। এছাড়াও জাকির আলী ১১ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশ ‘এ’ দল : সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল : জশুয়া ডি সিলভা (অধিনায়ক), আলিক আথানেজ, টেডি বিশপ, ত্যাগনারাইন চন্দরপল, ইয়ানিক ক্যারিয়াহ, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাক, শার্মন লুইস, জেরেমিয়া লুইস, প্রেস্টন ম্যাকসুইন, মার্কুইনো মাইন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ, কেভিন সিনক্লেয়ারন ও শামার স্প্রিঙ্গার।