ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তবে রঙিন পোশাকের দলে ফিরেছেন তাসকিন। ডমিনিকায় টি-টোয়েন্টি সিরিজ শুরু আগে অ্যান্টিগাতে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলন শেষে তাসকিন জানিয়েছেন,
আন্তর্জাতিক ক্রিকেটে পরিপূর্ণ বোলার হতে চান তিনি। এ সময় তাসকিন বলেন, “অনেক ভালো লাগল, তিন মাস পরে দলের সঙ্গে প্রোপার প্র্যাক্টিস সেশন করলাম। ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সবকিছুই… প্রথম একটু জড়তা লাগতেছিল বাট যখন শুরু করলাম তখন সব স্মুথলি গিয়েছে এবং প্র্যাক্টিসটা শেষ করার পরে খুবই ভালো লাগছে।”
“প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জ, প্রত্যেকটা ম্যাচই নতুন করে শুরু হয়। তো চাইব যাতে আমার প্রসেসটা… বেসিক প্রসেস ঠিক রেখে সামনে আরও এগিয়ে যেতে, নিজেকে আরও ইম্প্রুভ করতে। যেসব লেকিংস আছে, আসলে আরও উইকনেস আছে এখনও”।
“যেসব জায়গায় আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে সেসব যেন ইম্প্রুভ করে নিজেকে আরও পরিপূর্ণ বোলার হিসেবে তৈরি করতে পারি সামনের দিকে এবং বেশি বেশি জয় উপহার দিতে পারি এটাই লক্ষ্য থাকবে।”