আনামুল হক বিজয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ডাকা হয়েছে জাতীয় দলের ফাস্ট বোলার শরিফুল ইসলামকে। দলের সাথে যোগ দিয়েছে আজ রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছিলেন শরিফুল। এরপর দ্বিতীয় টেস্ট তো বটেই ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও শঙ্কা তৈরি হয় তার। তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠায় দ্বিতীয় টেস্টে তাকে ডাকা হয়েছে।