ওয়ানডে ক্রিকেটে আমরা দলীয় ৫০০ রানের স্কোর করার জন্য চেষ্টা চালিয়ে যাব : জস বাটলার

ওয়ানডে ক্রিকেটে ৫০০ রানের লক্ষ্য ঠিক করেছে ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জস বাটলার। যদিও গতকাল এই রানের খুবই খুবই কাছে ছিল ইংল্যান্ড। মাত্র দুই রানের জন্য ছোঁয়া হয়নি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ৫০০ রানের ইনিংস। গতকাল নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শেষ ২ বলে ৫০০ রানের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১২ রানের।





অল্পের জন্য প্রথম বলটি হয় চার। শেষ বলে ছক্কা মেরে আক্ষেপ আরও বাড়ান লিয়াম লিভিংস্টোন। কেননা ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ৪৯৮ রানে। মাত্র ২ রানের জন্য প্রথম দল হিসেবে ৫০০ রান করা হয়নি ইংলিশদের। যদিও এর আগে ৪০০+ রান একাধিক ইনিংসে করেছে ইংল্যান্ড।

তবে জস বাটলার মনে করেন ওয়ানডেতে ৫০০ রান করা সম্ভব। ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে ৭০ বলে ১৬২ রানের ইনিংস খেলার পর ম্যাচ শেষে বাটলার জানিয়েছেন, ৫০০ রান করার জন্য নিয়মিতই চেষ্টা চালিয়ে যাবেন তারা। সেক্ষেত্রে ছোট মাঠ ও ব্যাটিং উইকেট থাকলে কাজ সহজ হবে বলে মনে করেন তিনি।

বাটলার বলেছেন, “এর আগেও আমরা (৫০০ রানের) কাছাকাছি ছিলাম। এক্ষেত্রে দলের জন্য বার্তা থাকে সবসময় নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার এবং দলকে এগিয়ে নেওয়ার।”





তিনি আরও যোগ করেন, “আমাদের পক্ষে দলীয় ৫০০ রান করা কি সময়ের ব্যাপার? আমি সত্যিই জানি না। আমরা এটি করার চেষ্টা চালিয়ে যাবো। এটি ছোঁয়া খুবই কঠিন কাজ। ছোট মাঠ ও পুরোপুরি ব্যাটিংবান্ধব উইকেট পেলে এটি হতেও পারে।”