ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টেরষ। মানেই ক্রিস গেইলের ব্যাটের দাপট। ‘ইউনিভার্স বস’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্রিকেটের বাদশা। তবে ক্রিস গেইলের রেকর্ড ভেঙ্গে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
টি-টোয়েন্টি ক্রিকেটে সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। আইপিএলের ৫০তম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে হাফ-সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েন দিল্লির হয়ে খেলা ওয়ার্নার।
টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিল ওয়ার্নারের ৮৯তম হাফ-সেঞ্চুরি। গেইলের হাফ-সেঞ্চুরি আছে ৮৮টি। ফলে গেইলকে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির মালিক ওয়ার্নার। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে ৪৬৩ ম্যাচে ২২টি সেঞ্চুরি ও ৮৮টি হাফ-সেঞ্চুরিতে ১৪৫৬২ রান করেছেন গেইল।
আর ৩২১ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ৮৯টি হাফ-সেঞ্চুরিতে ওয়ার্নারের সংগ্রহ ১০৬৬৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় অনেক আগে থেকেই গেইল শীর্ষে। ওয়ার্নার আছেন চতুর্থ স্থানে। এছাড়াও ৪শ তম ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ওয়ার্নার। টি-টোয়েন্টিতে এখন তার ছক্কার সংখ্যা ৪০১টি। ১০৫৬টি ছক্কা মেরে সবার ধরাছোঁয়ার বাইরে ক্রিস গেইল।