জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ের পর ৮ উইকেটে জয়লাভ করলো তার দল ফ্যালকন ওমেন্স

দুবাইয়ের নারীদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ‘ফেয়ারব্রেক’ আজ মুখোমুখি হয়েছে জাহানারা আলমের দল ফ্যালকন এবং রুমানা আহমেদের দল বার্মি আর্মি। বল হাতে আজ দুর্দান্ত বোলিং করেছেন জাহানারা আলম।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় জাহানারার দল ফ্যালকন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে বার্মি আর্মি।

দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ডিয়েন্দ্রা ডটিন ৫৯ বলে করেন ৮০ রান। ৪ ওভার বোলিং করে ২৬ রানের বিনিময়ে ১ উইকেট লাভ করেন জাহানারা আলম। জবাবে ব্যাট করতে নেমে ১৫ বল হাতে রেখে ৮ উইকেটে জয় তুলে নেয় ফ্যালকন ওমেন্স।

দলের অধিনায়ক ড্যানি ওয়াট ৬৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া চামারি আতাপাতু ৪২ এবং ব্রিটনি কুপার ৪০ রান করে অপরাজিত থাকেন। ২ ওভার বোলিং করে ২২ রান দেন রুমানা খাতুন।





৬ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২০টি। যেখানে অংশ নিচ্ছেন ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার। বাংলাদেশের দুই অলরাউন্ডার জাহানারা আলম খেলবেন টুর্নামেন্টটির দল ফ্যালকনে, রুমানার জায়গা হয়েছে বার্মি আর্মিতে।