চতুর্থবারের মতো দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের কাছ থেকে ম্যান অব দ্যা ম্যাচ খেতাব জিতলেন মুস্তাফিজুর রহমান।

চতুর্থবারের মতো দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের কাছ থেকে ম্যান অব দ্যা ম্যাচ খেতাব জিতলেন মুস্তাফিজুর রহমান। গত ২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান।

চার ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। প্রতি ম্যাচের পরে ড্রেসিংরুমে ভালো খেলা ক্রিকেটারদের পুরস্কৃত করেন দলের প্রধান কোচ রিকি পন্টিং। এবার চতুর্থবারের মতো সেই পুরস্কার জিতেছেন মোস্তাফিজুর রহমান।

মুস্তাফিজ ছাড়াও এই ম্যাচে পন্টিংয়ের ম্যাচ সেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছেন ডেভিড ওয়ার্নার, অক্ষর প্যাটেল, রভম্যান পাওয়েল ও চেতন সাকারিয়া। ১৪ রানে ৪ উইকেট শিকার করা কূলদীপ যাদব অবশ্য পাননি কোচের চোখে এই ম্যাচের সেরার খেতাব।





এদিকে আজ আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। যেখানে দিল্লির বিপক্ষে আগে ব্যাট করে ১৯৫ রান সংগ্রহ করেছে লখনৌ। বল হাতে এই দিন উইকেট পাননি মুস্তাফিজুর রহমান। চার ওভার বোলিং করে ৩৭ রান দিয়েছেন তিনি। তবে ক্যাচ মিস না করলে একাধিক উইকেট পেতে পারতেন মুস্তাফিজ।