অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে সাকিব আল হাসান। সেইসাথে আজও ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাব্বির রহমান। গাজী গ্রুপের বিপক্ষে আগে ব্যাটিং নামা রূপগঞ্জের হয়ে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান সাকিব।
মাত্র ২১ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। ২৪২ স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরি স্পর্শ করতে হাঁকান ৫ বাউন্ডারি ও ৩ ছক্কা। শেষ পর্যন্ত ২৬ বলে ছয়টি চার ও তিন ছয়ের মারে ৫৯ রানের ইনিংস এসেছে সাকিবের ব্যাট থেকে।
সাকিব ছাড়াও আজ রূপগঞ্জের হয়ে দারুণ ব্যাট করেছেন সাব্বির রহমান। ৮৩ বলে ৯০ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। সাব্বির-সাকিবের দৃঢ়তায় গাজী গ্রুপের বিপক্ষে ২৯৩ রানের শক্ত পুঁজি পেয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ।
ওপেনার রকিবুল হাসান ৪৭ ও নাঈম ইসলাম ৪২ রান করেন। গাজি গ্রুপের পক্ষে খালেদ আহমেদ, আতিক ও মাহবুব দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া মাহমুদুলের শিকার একটি উইকেট।