ডারবানে স্পিনে ভরাডুবির পর পোর্ট এলিজাবেথেও পুনরাবৃত্তি। সিমন হার্মার-কেশব মহারাজের স্পিন বিষে নীল হয়েছে বাংলাদেশ। দুই টেস্টের ৪০ উইকেটের মধ্যে ২৯ বারই এই দুই স্পিনারের কাছে ধরা খেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
তবে এভাবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে কোন উইকেটকে খেলবে বাংলাদেশ? বরাবরই ঘরের মাঠে স্পিন উইকেট দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে থাকে টাইগাররা। স্পিন উইকেট বানিয়ে এর আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলকে কাবু করেছে টাইগাররা।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে কোন পথে হাঁটবে বিসিবি? স্পিন উইকেট, পেস উইকেট নাকি স্পোর্টিং উইকেট? বিসিবি সভাপতি প্রত্যাশা করেন স্পোর্টিং উইকেটই হবে। গতকাল বিসিবির আয়োজিত ইফতার পার্টি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,
“আমাদের কৌশল কি হবে, সেটা তো এখন বলা সম্ভব নয়। আমাদের পেসে দুর্বলতা ছিল, আমাদের শক্তির জায়গা ছিল স্পিন, এখন আমরা দুর্বলতাটাকে কাটিয়ে ওঠতে পেরেছি। আমাদের পেস বোলাররা এই মুহূর্তে ভালো বল করছে। আমাদের বেশ কিছু অপশন আছে। তাই আমি মনে করি, এখানে স্পোর্টিং উইকেটই হবে।”