সঠিক সময়ে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট

আগামী ২৭ আগস্ট থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসর। তবে বর্তমানে শ্রীলংকার আর্থিক সঙ্কটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে এই টুর্নামেন্টে আয়োজন করা।





তবে সঠিক সময়ে শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজিত হবে বলে জানিয়েছেন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, শ্রীলংকা খারাপ পরিস্থিতির কারণে এশিয়া কাপ আয়োজনে সুযোগ হাতছাড়া হবে তাদের।

এজন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে এসএলসিকে একটি আলটিমেটামও দেওয়া হয়েছে। যার জবাব আগামী ২৭ জুলাইয়ের মধ্যে জানিয়ে দিতে হবে লঙ্কান বোর্ডকে।

তবে যত সমস্যাই থাকুক না কেন, টুর্নামেন্টটি শ্রীলঙ্কার মাটিতেই হবে বলে নিশ্চিত করেছেন এসএলসির সচিব মোহন। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবং এটিই চুড়ান্ত।





এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তা (এসিসি) নিয়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপার খুবই ইতিবাচক এসএলসি কর্মকর্তারা। কেউ এটি নিয়ে ভিন্ন কিছু ভাবছে না এবং এটি অন্যত্র সরে যাওয়ার কোনো সুযোগ নেই।’