চট্টগ্রামে কি প্রথম সেঞ্চুরি দেখা পাবেন তামিম ইকবাল?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ ১৪ টি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। এর মধ্যে সর্বোচ্চ ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেছেন ১৪ টি। তবে ওয়ানডে ক্রিকেটে এখনো পর্যন্ত নিজের ঘরের মাঠে একটি সেঞ্চুরির দেখা পাননি তামিম ইকবাল।

তবে সেঞ্চুরির দেখা না পেলে ও চট্টগ্রামে ব্যাট হাতে অনেকটাই সফল তামিম ইকবাল। চট্টগ্রামে তামিম খেলেছেন ১৫ ওয়ানডে। ৪৩.১৫ গড়ে করেছেন ৫৬১ রান। যা ভেন্যুটির সর্বোচ্চ। ১৫ ইনিংসে ৫ বার পেয়েছেন ফিফটি। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৫ রানে একবার আউট হয়েছেন।

৫০ ওভারের ক্রিকেটে জহুর আহমেদে তামিমের এটিই সর্বোচ্চ রানের ইনিংস। এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। তাই তামিম ইকবালের সামনে রয়েছে ঘরের মাঠে সেঞ্চুরি করার হাতছানি। তবে নিজের ঘরের মাঠে দর্শক দেখতে পেয়ে দারুন খুশি তামিম।





“চট্টগ্রামের জন্য আমার হৃদয়ে বিশেষ একটা জায়গা আছে। দর্শক থাকলে ভালো। অনেকদিন পর দেশের দর্শকদের সামনে খেলব। দর্শক কখনও কখনও দ্বাদশ খেলোয়াড় হয়ে ওঠে। আমরা ভালো করি বা খারাপ করি, তারা মাঠে থাকলে সমর্থনের জন্য সর্বোচ্চটুকু করে যান। আমি আমার সেরাটা চেষ্টা করব।”