রনি তালুকদারের ৬১ এবং শেষের দিকে থিসারা পেরেরার বিধ্বংসী ব্যাটিংয়ে ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। খুলনা টাইগারসের বিপক্ষে ব্যাট করতে নেমে তামিমের ফিফটি এবং শেহজাদ-মাহমুদউল্লাহদের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে মিনিস্টার গ্রুপ ঢাকা।





জবাবে ব্যাট করতে নেমে রনি তালুকদারের ৬১ এবং শেষের দিকে থিসারা পেরেরার বিধ্বংসী ৩৬ রানে এক ওভার হাতে রেখেই জয় তুলে দেয় খুলনা। ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল এবং মোহাম্মদ শেহজাদ। ওপেনিং জুটিতে তোলেন ৮.১ ওভারে ৬৯ রান। শেহজাদ ফেরেন ব্যক্তিগত ৪২ রানে।

নবম ওভারের প্রথম বলে রান আউট হবার আগে শাহাজাদ খেলেন ৮ চারে ২৭ বলে ৪২ রানের ইনিংস। তিন নম্বর ব্যাটার নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে চলতি বিপিএলের প্রথম ফিফটি তুলে নেন তামিম ইকবাল।

সাত চারে ৪১ বলে ৫০ পূর্ণ করে কামরুল ইসলামের বলে ক্যাচ দেন নাভিন উল হকের হাতে। এরপর রানের চাকা ধীর করে দেন নাঈম ও মাহমুদউল্লাহ।

নাঈম ১১ বলে ৯ রান করে ফেরেন থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে। আন্দ্রে রাসেল (৭) ব্যাট করতে নেমে প্রথম বলে ছয় হাঁকালেও এক বল পরেই আচমকা এক রান আউটে ফেরেন সাজঘরে।

শেষ দিকে মাহমুদউল্লাহ ও শুভাগত হোমের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় মিনিস্টার ঢাকা। মাহমুদউল্লাহ ৩৯ (২০) ও শুভাগত ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। খুলনার পক্ষে ৩ উইকেট নেন কামরুল ইসলাম। ১ উইকেট নেন থিসারা পেরেরা।

১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারায় খুলনা। ২ রান করে শুভাগত হোমের বলে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান। তবে এরপরে ৭২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন আন্দ্রে ফ্লেচার এবং রনি তালুকদার।

আন্দ্রে রাসেলের বলে আউট হওয়ার আগে ২৩ বলে ৭টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ৪৫ রান করেন ফ্লেচার। এরপর ৬ রান করে এবাদত হোসেনের বলে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিল রনি তালুকদার। ৪২ বলে ৭টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ৬১ রান করেন ইবাদত হোসেনের দ্বিতীয় শিকার হন রনি তালুকদার।





এরপর দলীয় ১৫৩ রানের মাথায় ১৩ রান করে ইয়াসির আলী আউট হলে অন্য প্রান্ত থেকে ব্যাটিং তান্ডব শুরু করেন থিসারা পেরেরা। একাই শুরু করেন ব্যাটিং তাণ্ডব। ১৮ বলে ছয় টিচার এর সাহায্যে ৩৬ রান করে অপরাজিত থাকেন থিসারা পেরেরা। এছাড়াও ১০ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান।