শেখ মেহেদীর থ্রো প্রথমে ব্যাটিং প্রান্তের স্টাম্পে আঘাত করলো। বল স্টাম্পে লেগে চলে এলো বোলিং প্রান্তে। সরাসরি আঘাত করলো স্টাম্পে। একই সঙ্গে দুই রান আউটের আবেদন! প্রথমটি নট আউট হওয়ায় দ্বিতীয়টি দেখা হলো। তাতে রান আউট হলেন আন্দ্রে রাসেল। প্রথমবার এমন অদ্ভুতুড়ে রান আউট দেখলো বিশ্ব!
বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে এমন কিছুর সাক্ষী হলো। ঢাকার ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারের খেলা চলছিল। থিসারা পেরেরার ওভারের শেষ বল। পঞ্চম বলে মিড উইকেট দিয়ে ছক্কা উড়ানো রাসেলকে এবার স্লোয়ার দিলেন খুলনা টাইগার্সের পেসার। বলটা আলতো টোকায় শর্ট থার্ড ম্যান অঞ্চলে পাঠান রাসেল। দৌড়ে প্রান্ত বদলের ডাক দিলেন মাহমুদউল্লাহ।
বল এক হাতে তুলে থ্রো করলেন শেখ মেহেদী। মাহমুদউল্লাহ পৌঁছার পর বল আঘাত করে স্টাম্পে। রাসেল বলের ওপর চোখ রেখে ধীরে ধীরে দৌড়াচ্ছিলেন। কিন্তু বল স্টাম্পে আঘাত করে দিক পরিবর্তন করে। অফস্টাম্পে লেগে চলে আসে বোলিং প্রান্তে। সরাসরি আঘাত করে স্টাম্পে।
রাসেল কিছু বুঝে ওঠার আগেই সবশেষ! তখনও ক্রিজের বাইরে মারকুটে এ ব্যাটসম্যান। তাৎক্ষণিক ব্যাট প্লেস করলেও শেষ রক্ষা হয়নি। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে তাকে সাজঘরের পথ দেখান।
শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন রাসেল। মুখোমুখি প্রথম বলে ১ রান নেওয়ার পর দ্বিতীয় বলেই ছক্কা। কিন্তু অদ্ভুতুড়ে রান আউটে তৃতীয় বলেই শেষ তার ইনিংস।
Is there a more bizzare way to get run out.#CricketTwitter#Russell#BPLOnFanCodepic.twitter.com/3vPSTlvsvU
— Cricfan_ (@Cricfan45_10_17) January 21, 2022
Russell got out in the most bizarre way ever 😭😭😭Throw was aimed at Mahmudullah’s end, he was safe, but it rebounded to the other end and Russell was short of his ground 😭 pic.twitter.com/ks8v1PYeYu
— Alesh (@cricketaddict56) January 21, 2022
Andre Russell run out in BPL 😂😂#BPL2022 #Cricket pic.twitter.com/0AIHywf3xC
— CRICKET VIDEOS 🏏 (@AbdullahNeaz) January 21, 2022
Meanwhile in BPL pic.twitter.com/lzDpyF9mMy
— Chaitanya (@chaitu_20_) January 21, 2022
If anyone hasn't seen that Russell run out in the BPL then find a clip now! Genuinely freakish dismissal #BPL2022
— The Skeptical Cricketer (@TheSkepticalCr1) January 21, 2022