ইমরুল কায়েসের ৭১ রানে মাহমুদুল্লাহ রিয়াদের ৪ উইকেটে হারিয়েছে ইসলামী ব্যাংক

ইন্ডিপেন্ডেন্স কাপে ইমরুল কায়েসের দুর্দান্ত ইনিংসে বিসিবি উত্তরাঞ্চলকে ৪ উইকেটে হারিয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২১৬ রান সংগ্রহ করে উত্তরাঞ্চল। জবাবে ব্যাট করতে নেমে ৩৭.৫ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।





ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে উত্তরাঞ্চল। শুরুতেই ১১ রান করা পারভেজ হোসেন ইমনের উইকেট তুলে নেন নাঈম হাসান। এরপর নাঈম ইসলামকে ০ রানে প্যাভিলিয়নে ফেরান রুবেল। ১১ রান করে তানভীরের শিকার হন মহিদুল ইসলাম অঙ্কন।

এই ধাক্কা কাটিয়ে দলকে সামাল দেন মার্শাল আইয়ুব ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবু দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান রিয়াদ। ৮৭ বলে করেন ৬৬ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদের আউটের পর ৫৪ রান করে আউট হন অধিনায়ক মার্শাল আইয়ুব। তাকে সাজঘরের পথ দেখান তানভীর ইসলাম।

এরপর টানা দুই ওভারে আরিফুল হক ও শামীম হোসেন পাটোয়ারীকে শিকার করেন নাঈম হাসান। পরের ওভারেই সানজামুল ইসলামকে রান আউট করেন নাইম। নির্ধারিত ৫০ ওভারের ১ বল বাকি থাকতেই অল-আউট হয় উত্তরাঞ্চল। নাঈম বল হাতে নেন তিনটি উইকেট। দুইটি উইকেট পান তানভীর। রুবেল ৯ ওভারে ৩১ রান দিয়ে নেন একটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই প্রীতমকে বোল্ড করেন শফিউল ইসলাম। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন তোলেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। তাদের এই জুটি ভাঙেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের বল খেলতে পুরোপুরি পরাস্ত হন তামিম এবং ভেঙে যায় লেগ স্টাম্প। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম। তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৫ রান। তামিমের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা।

তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন ইমরুল ও আফিফ হোসেন ধ্রুব। ৪৭ বলে ২৬ রান করে আফিফ শিকার হন শফিকুল ইসলামের। ২৫ বলে ২৬ রানের ইনিংস খেলার ইমরুলের সাথে ৫৫ রানের জুটি গড়েন শাহাদাত হোসেন দীপু। সতীর্থরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে রাখেন ইমরুল।

৭১ রান করেন ইমরুল কায়েস
পূর্বাঞ্চলের অধিনায়ক ইমরুল টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক হাঁকান। ৭১ রানে ইমরুলকে থামান রিয়াদ। ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়ার আগে ইমরুল খেলেন ৮১টি বল। তার ব্যাট থেকে আসে ৮টি চার। একই ওভারে নাদিফ চৌধুরীকেও শিকার করেন রিয়াদ।





ম্যাচ জমিয়ে তুলেও হেরে যায় উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলকে জিতিয়ে মাঠ ছাড়েন আলাউদ্দিন বাবু ও সোহরাওয়ার্দী শুভ। ১২.১ ওভার বাকি রেখেই ৪ উইকেটের জয় পায় পূর্বাঞ্চল। ৯.৫ ওভারে ৫৬ রানের বিনিময়ে উত্তরাঞ্চলের পক্ষে তিনটি উইকেট নেন রিয়াদ।