বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের অন্যতম একটি নাম চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেন সাবেক এই লঙ্কান ক্রিকেটাররা। এরপর থেকেই মাশরাফি বিন মুর্তজা এবং চন্ডিকা হাথুরুসিংহের হাত ধরে পাল্টে যেতে থাকে বাংলাদেশ ক্রিকেট।
যার প্রমান ২০১৫ অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপে পায় টাইগাররা। ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে বাংলাদেশ। তবে এরপর থেকেও ধারাবাহিকতা বজায় থাকে টাইগারদের। ২০১৭ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে খেলে চমকে দেয় বাংলাদেশ।
শুধু তাই নয় তার অধীনে ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর ক্রিকেট বিশ্বের আরও দুই পরাশক্তি ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করে বাংলাদেশ। কিন্তু নানা কারণে হঠাৎ করেই ২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কা দলে যোগ দেন চন্ডিকা হাথুরুসিংহে।
তবে শ্রীলঙ্কা দলে বেশিদিন টিকতে পারেননি তিনি। জাতীয় দলের সাবেক এই কোচকে আবারো দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। চারিদিকে এখন একটি গুঞ্জন কবে বিদায় নিচ্ছেন রাসেল ডমিঙ্গো। জানা গেছে নিউজিল্যান্ড থেকে সরাসরি নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন রাসেল ডমিঙ্গো। এমনকি সেখান থেকে তিনি নাও ফিরতে পারেন আর বাংলাদেশে।
তবে বিসিবির ভিতরের খবর ইতিমধ্যেই জাতীয় দলের জন্য নতুন প্রধান কোচ খুঁজতে শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে নাকি কয়েকজনের সাথে কথাবার্তা বলেছে বিসিবি। তবে ক্রিকেট পাড়ায় নতুন গুঞ্জন আবারো বাংলাদেশ দলে ফিরছেন চন্ডিকা হাতুরাসিংহে। দেশের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী আগস্টে বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন চান্ডিকা হাথুরুসিংহ।
২০১৪ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়া চণ্ডিকা হাথুরু দায়িত্ব ছাড়েন ২০১৭ সালে। এর ভেতর ২১টি টেস্টে ৬টি জয়, ১১টি পরাজয় ও ৪টি ড্র। ৫১টি ওয়ানডেতে ২৫ জয়, ২৩ পরাজয় ও ফলাফল হয়নি ৪টি ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১২টি ম্যাচে ৪ জয় ও ৮টি ম্যাচে হারে বাংলাদেশ।