সেমিফাইনালে যুব টাইগারদের বোলিং দাপটে কোণঠাসা ভারত।

যুব এশিয়া কাপের সেমিফাইনালে আজ শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। ম্যাচের শুরুতেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক রকিবুল হাসান।

টসে জিতে বোলিং করতে নেমে শুরুটা ভালো করেছে বাংলাদেশের যুবারা। দলীয় ২৩ রানের মাথায় ভারতের প্রথম উইকেট তুলে নেন তানজিম হাসান। ১৫ রান করা হারনুর পান্নুকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর দলীয় ৪৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট তুলে নেন নাঈমুর রহমান।

আরেক ওপেনার অংকৃষ রঘুবংশীকে ১৬ রানের প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর দলীয় ৬২ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেট তুলে নেন মেহরাব হোসেন। ৫ রান করা নিশান্ত সিন্ধুকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ৩ উইকেটে ৭৫ রান সংগ্রহ করেছে ভারত।

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ একাদশ : রাকিবুল হাসান (অধিনায়ক), মোঃ ফাহিম (উইকেট কিপার), এস এম মেহেরব হাসান, আইচ মোল্লা, মোঃ মাহফিজুল ইসলাম, মোঃ আশিকুর জামান, মোঃ প্রান্তিক নওরোজ, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোঃ তানজিম হাসান, নাইমুর রহমান নয়ন।





ভারত অনূর্ধ্ব ১৯ একাদশ : হারনুর পান্নু, অংকৃষ রঘুবংশী, শাইক রাশেদ, যশ ধুল (অধিনায়ক), নিশান্ত সিন্ধু, রাজনগদ বাওয়া, আরাধ্যা যাদব (উইকেট কিপার), কৌশল তাম্বে, রাজবর্ধন হাঙ্গারগেকর, ভিকি অস্তওয়াল, রবি কুমার।