বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে পারছেন না জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ৬ দল নিয়ে আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের অষ্টম আসর। তবে এবারের আসরে ও খেলতে পারছেন না অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
ইনজুরির কারণে গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন। এবারও সেটি হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা চলাকালীন সময়ে ইনজুরিতে পড়েন তিনি। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সাইফুদ্দিন।
আশা করেছিলেন বিপিএলে ফিরবেন তিনি। কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। তবে বর্তমান সময়ে ব্যাটিং করতে সমস্যা নেই সাইফুদ্দিনের। তবে বিপিএলে খেললে বোলিং করতে পারবেন না তিনি।
সাইফউদ্দিন বলেন, “পুনর্বাসন শুরু করলাম এক সপ্তাহেরও বেশি দিন হয়ে গেল। বোলিং শুরু করতে আরও এক-দেড় মাস লাগতে পারে। বিপিএলে কোনো দল ব্যাটার হিসেবে নিলে আমাকে খেলতে দেখা যেতে পারে।”
তবে যদি কোন দল চান তাহলে শুধু ব্যাটসম্যান হিসেবে বিপিএলে খেলতে চান মোহাম্মদ সাইফুদ্দিন। যদিও লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন। সেখানে যদি কোন ফ্র্যাঞ্চাইজি তাকে চায় তাহলে বিপিএলে খেলবেন তিনি। সাইফউদ্দিন বলেন, “দলের চাহিদা অনুযায়ী খেলার চেষ্টা করব। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি আমাকে ব্যাটার হিসেবে খেলার যোগ্য মনে করে… নাহলে আমি আমার কাজ করে যাব।”