২০২১ সালের সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়ে রেকর্ড গড়লো বাংলাদেশের ব্যাটসম্যানরা।

শেষ হয়ে যাচ্ছে আরও একটি বছর। এই বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। ২০২১ সালে বাংলাদেশের ক্রিকেটের পারফরম্যান্স কে দুই ভাগে ভাগ করা যায়। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবং অপরটি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে। ২০২১ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি ভালো ক্রিকেট খেলেছে ওয়ানডে ক্রিকেটে।





কিন্তু টেস্ট এবং টি-টোয়েন্টি কোনোটিতেই ভালো পারফর্মেন্স করতে পারেনি টাইগাররা। যদিও ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ তবুও ওই সিরিজের দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল এই দুই দল। তবে এ বছর একটি লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ।

২০২১ সালে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৬৬ বার শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তবে বাংলাদেশকে এ লজ্জার রেকর্ড থেকে রেহাই দিতে পারে আপাতত দুইয়ে থাকা ইংল্যান্ড।

কারন এ বছর টাইগারদের আর কোনো খেলা নেই। কিন্তু চলতি অ্যাশেজ সিরিজ নিয়ে ইংল্যান্ড দলের ‘ডাক’ সংখ্যা ৬০। ৫০ ‘ডাক’ নিয়ে তিনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৭ ‘ডাক’ নিয়ে চারে ভারত।





‘অনাকাক্ষিত’ এই রেকর্ডে দলীয়ভাবে শীর্ষে থাকার পর আরও একটি রেকর্ডে অন্য সব দলকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের ব্যাটাররা। পরিসংখ্যান বলছে— ইংল্যান্ডের ২৫ খেলোয়াড়, ওয়েস্ট ইন্ডিজের ২৮ ও ভারতের ২৪ খেলোয়াড় মিলে নিজ নিজ দলের হয়ে এ বছর ‘ডাক’ মেরেছেন। আর বাংলাদেশের বেলায় এ সংখ্যা ২৬ জন।