হঠাৎ করেই অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। মূলত করোনাভাইরাস এখন কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। তাইতো নিউজিল্যান্ডে অনুশীলন বন্ধ করে দিতে হয়েছে বাংলাদেশকে। তবে দ্রুত অনুশীলনের ফিরতে চান জাতীয় দলের ফাস্ট বোলার শরিফুল ইসলাম। আর সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
আজ নিউজিল্যান্ড থেকে শরিফুল ইসলাম বলেন, “এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। আমরা অনেকদিন ধরে কাজ (অনুশীলন) করছি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে”।
দুটি গ্রুপে ভাগ হয়ে দল এখন কোয়ারেন্টাইনে আছে। সামাজিক দূরত্ব মেনে একে অপরের সঙ্গে আড্ডা দিতে পারছেন, কথা বলতে পারছেন। শরিফুল বলেন, “আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে। আমরা প্রতিদিনই সময় করে নিচে এসে দুই-তিনবার দেখা করতে পারি”।
“সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। তখন ভালো লাগে একজন আরেকজনের চেহারা দেখলে। এবার ভালোকিছু আশার জন্য প্রত্যাশা করছি সবাই। তো ইনশাআল্লাহ্ এবার করে দেখাবো।” দুই দলের মধ্যে প্রথম টেস্ট হওয়ার কথা রয়েছে নতুন বছরের প্রথম দিন মাউন্ট মাঙ্গুনাইয়ের বে ওভালে। আর দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।