পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। লাঞ্চ ব্রেকে যাওয়া লাগে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের লিড ১৫৯ রান। চতুর্থ দিনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই হাসান আলীকে চার মেরে ইনিংস শুরু করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে বেশি সময় থাকতে দেননি পাকিস্তানি পেসার হাসান আলী।
গতকাল ১২ রানে অপরাজিত থাকার পর এদিন মুশফিক বোল্ড হয়ে ফেরার আগে যোগ করেছেন মাত্র ৪ রান। হাসান আলির স্টাম্পের বাইরের বল ছেড়ে দেন মুশফিক। কিন্তু দুর্দান্ত টার্ন করে অফ স্টাম্পে আঘাত হানে বল। ৩৩ বলে ১৬ রান করে ফেরেন মুশফিক।
এরপরেই ইয়াসির আলী রাব্বি সাথে জুটি গড়েন লিটন দাস। তবে মাথায় বলে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান ইয়াসির আলী রাব্বি। ম্যাচের ৩০তম ওভারের পঞ্চম বলটি শট লেন্থে করেছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।
প্রচণ্ড গতির বলটিকে আঘাত হানে রাব্বির হেলমেটে, চোখের কোনের কাছে। কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন তিনি। রিটায়ার্ড হার্ট হয়ে গেলেন তিনি ৩৬ রানে। তার পরিবর্তে কনকাশন হিসেবে খেলতে নামবেন নুরুল হাসান সোহান।
দলীয় ১১৫ রানের মাথায় ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান মিরাজ। এর পরেই ব্যাটিংয়ে নামে নুরুল হাসান সোহান। তাকে নিয়েই প্রথম সেশন শেষ করেছেন লিটন দাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ১১৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। লিটন দাস ৩২ এবং নুরুল হাসান সোহান ০ রান করে অপরাজিত রয়েছেন। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৩০ রান। এবং পাকিস্তান প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ২৮৬ রান।