রাশিদ খানের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক হলেন মোহাম্মদ নাবি

শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু ঘোষণা করলেও অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তাল জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মহম্মদ নবীকে। গতকাল রাতে রশিদ খানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ওই দেশের ক্রিকেট বোর্ড।





এটি কিছু সময় পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ ঘোষণা দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় নিজের মতামত না নেওয়ার কারণেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

টুইটারে রশিদ লিখেছেন, ‘একজন অধিনায়ক এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল বাছাইয়ের অংশ হওয়ার অধিকার রয়েছে আমার। কিন্তু এসিবি মিডিয়ায় ঘোষিত দল বাছাইয়ের সময় নির্বাচক কমিটি এবং এসিবি আমার কোনো মতামত নেয়নি।’

তিনি আরও লিখেন, ‘আমি এই মুহূর্তে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়।’

রাশিদ খান সরে যাওয়ায় দলের নতুন অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ অল রাউন্ডার মহম্মদ নবীকে। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনি। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছেন এই অলরাউন্ডার।

এসিবি এক বিবৃতিতে জানায়, ‘রশিদ খানের পদত্যাগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। তার জায়গায় মোহাম্মদ নবীকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়ক এবং নাজিবউল্লাহ জাদরানকে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে। এটি স্পষ্টভাবে উল্লেখ্য যে, বিশ্বকাপের জন্য ঘোষিত দলে কোনো পরিবর্তন হবে না।’

এর আগেও অধিনায়ক হিসেবে আফগানিস্থানের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ নাবি। আফগানিস্তানের হয়ে ২০১৩-২০১৪ সালে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনে ১২ ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচে জয়লাভ করেছে আফগানিস্থান।

আগামী ২৫ অক্টোবর প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপ যাত্রা। তাদের গ্রুপে রয়েছে প্রথম রাউন্ড থেকে আসা দুই দল, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।





আফগানিস্তান বিশ্বকাপ স্কোয়াড : রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, মোহাম্মদ নাবি (অধিনায়ক), মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নাইব, নবীন উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান ও কাইস আহমেদ।
রিজার্ভ: আফসার জাজাই ও ফরিদ আহমেদ মালিক।