জো রুটের রেকর্ড সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে ইংল্যান্ড

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারতের থেকে এখনো ৩৪৮ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। লিডসে প্রথম দিন থেকে ভারতীয় বোলারদের ভালোই ভোগাচ্ছিল ররি বার্নস আর হাসিব হামিদ। দ্বিতীয় দিনে লাঞ্চের আগে তাদের তুলে নিয়ে একটু স্বস্তিই পেয়েছিল কোহলিরা।





তবে লাঞ্চের পরে সেই স্বস্তিকে শঙ্কায় রুপ দিল ইংলিশ অধিনায়ক জো রুট আর দীর্ঘদিন পর ফেরা ডেভিড মালান। আজ লিডসে কার্যত অসহায় রুপই দেখা যাচ্ছিল ভারতীয়দের ক্রিকেটারদের। বোলাররা যেন নিজেকে হারিয়ে খুজছিল উদযাপনের মুহুর্ত।

গতকাল প্রথম দিনে বার্নস নিজের স্কোরের সঙ্গে আরও ৯ রান যোগ করেই ফেরেন সামির বলে বোল্ড হয়ে। পরে লাঞ্চের আগে দীর্ঘদিনের ফেরাটার উপলক্ষটা শতকে রুপ দিতে পারেননি ক্লাসিক হাসিব হামিদ। তবে জাদেজার বলে বোল্ড হবার আগে দুর্দান্ত সব শট আর নজরকাড়া ব্যাটিংয়ে ১৯৫ বলে করেন ৬৮ রান।

দারুণ ব্যাট করে হাসিব ফেরার পরে নিজের ফেরাটাকে ফিফটিতে রাঙায় ডেভিড মালান। ১১টি চারের মারে ৭০ রান করেন টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার। মালান-রুটের ১৩৯ রানের জুটি ভেঙ্গে একটু স্বস্তি নিয়ে চা পানের বিরতিতে যান সিরাজরা।

বিরতির পর রুটের সঙ্গে জনি বেয়ারস্টোর কবলে পড়েছিল ভারত। রুট শেষ পর্যন্ত সেঞ্চুরি পূর্ণ করেছেন মাত্র ১২৪ বলে। ইশান্ত শর্মাকে মারা দারুণ এক ফ্লিকে সেঞ্চুরিতে গেছেন তিনি। এক পঞ্জিকাবর্ষে তৃতীয় ইংল্যান্ড ব্যাটসম্যান হিসেবে ছয়টি সেঞ্চুরি পেলেন রুট। এর আগে এ কীর্তি ছিল মাইকেল ভন (২০০২) ও ডেনিস কম্পটনের (১৯৪৭)।

রুটের সেঞ্চুরির পর অবশ্য সাফল্যের দেখা পেয়েছে ভারত। মোহাম্মদ শামির বলে ফিরেছেন জনি বেয়ারস্টো ও জস বাটলার। বেয়ারস্টো স্লিপে ক্যাচ দিয়েছেন, আর শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ তুলেছেন বাটলার। এরপর ফিরে গেছেন রুটও। বুমরার বলে বোল্ড হওয়ার আগে ১২১ রান করেছেন তিনি। দ্বিতীয় দিন শেষে আট উইকেট হারিয়ে ৪২৩ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

এর আগে, ইংলিশ পেসারদের গতি আর সুইংয়ে পর্যদুস্ত হয় ভারতীয় ব্যাটাররা। মাত্র ৭৮ রানে অলআউট হয়ে গড়ে নবম সর্বনিম্ন লজ্জার রেকর্ড। ইংলিশদের বিপক্ষে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলীয় সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হয়েছিলেন বিরাট কোহলিরা। এর আগে ইংলিশদের বিপক্ষে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল লর্ডসে ১৭ ওভারে ৪২ রান।





হেডিংলির লিডসে এদিন শুরু থেকেই চেপে রাখা অ্যান্ডারসনের পর চাপ বাড়ায় অলি রবিনসন। আর শেষের তোপ দাগান কারান-ওভারটন। তিনটি করে উইকেট নেন অ্যান্ডারসন ও ওভারটন। দুইটি করে উইকেট শিকার করেন রবিনসন ও কারান। ভারতের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার রোহিত শর্মা। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান রাহানের।