টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফগানিস্তান

আফগানিস্তানের রাজধানী তালেবানের দখলে যাবার পরপরই দেশটির প্রেসিডেন্ট দেশত্যাগ করে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। প্রেসিডেন্টের দেশত্যাগে তার সরকারি বাসভবন ‘আর্গ’ নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এদিকে আফগানিস্থানে ক্ষমতায় তালেবান আশায় অনিশ্চিত হয়ে পড়েছিল আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ।





তবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে তালেবান মুখপাত্র সুহাইল শাহীন। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে নয় আফগানিস্তান ক্রিকেটের সকল উন্নয়নে কাজ করবে তালেবান সরকার।

এক সংবাদ সম্মেলনে তালেবানের এই মুখপাত্র বলেন, “তালেবানরাই তো আফগানিস্তানে ক্রিকেট এনেছে। এখন তারা ক্ষমতায় গেলে ক্রিকেট খেলা অব্যাহত থাকবে এবং ক্রিকেটের উন্নয়নে কাজ করা হবে।”

এদিকে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে সে অনুযায়ী পরিকল্পনা করেই এগোচ্ছে আফগান ক্রিকেট বোর্ড এমনটাই জানিয়েছেন আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান। তিনি নিশ্চিত করেছেন, আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

সংবাদ সংস্থা ‘এএনআই’কে হাসান বলেন, ‘হ্যাঁ, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব। সেই প্রস্তুতি চলছে। যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কাবুলে ট্রেনিং শুরু হবে।’

তিনি আরও জানান, বিশ্বকাপের প্রস্তুতির জন্য আফগানিস্তান, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজে নিয়ে সম্ভাব্য ত্রিদেশীয় সিরিজের ভেন্যু নির্ধারণের চেষ্টাতেও আছেন তারা।





হিমকত হাসান বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ভেন্যু খুঁজছি। যা কিনা ওই আসরের (বিশ্বকাপ) সেরা প্রস্তুতি হবে। আমরা শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে কথা বলেছি। দেখা যাক, কোথায় করা যায়।’