আফগানিস্তানের রাজধানী তালেবানের দখলে যাবার পরপরই দেশটির প্রেসিডেন্ট দেশত্যাগ করে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। প্রেসিডেন্টের দেশত্যাগে তার সরকারি বাসভবন ‘আর্গ’ নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এদিকে আফগানিস্থানে ক্ষমতায় তালেবান আশায় অনিশ্চিত হয়ে পড়েছে আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে তালেবান মুখপাত্র সুহাইল শাহীন। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে নয় আফগানিস্তান ক্রিকেটের সকল উন্নয়নে কাজ করবে তালেবান সরকার।
এক সংবাদ সম্মেলনে তালেবানের এই মুখপাত্র বলেন, “তালেবানরাই তো আফগানিস্তানে ক্রিকেট এনেছে। এখন তারা ক্ষমতায় গেলে ক্রিকেট খেলা অব্যাহত থাকবে এবং ক্রিকেটের উন্নয়নে কাজ করা হবে।”
এদিকে সরকার পরিবর্তন হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ স্থগিত করেছে আফগানিস্থান ক্রিকেট বোর্ড। রোববার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে,
‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া এ সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপ স্থানান্তরিত হওয়ায় ভ্রমণ, কোয়ারেন্টিনের সময়সীমা ও ম্যাচ আয়োজনের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যে কারণে সিরিজটি আপাতত স্থগিত করা হলো’।