মুশফিকের সাথে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এমন আচরণে ক্ষোভ ঝাড়লেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

ইচ্ছা থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে মাঝপথে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম।

তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের দেওয়া কড়া শর্ত মানতে গিয়ে দল থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম। তাইতো অস্ট্রেলিয়ার এমন আচরণের কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না ডমিঙ্গো। তিনি বলেন, ‘মুশফিকের বায়ো বাবলে অন্তর্ভুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার অদ্ভুত সিদ্ধান্তের কোনো যুক্তি আমি খুঁজে পাইনি। ১০ দিন কোয়ারেন্টাইন যে কারো জন্যই যথেষ্ট হত। আমি এটা নিয়ে অনেক হতাশ।’

মুশফিকুর রহিম ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছেন না জাতীয় দলের আরেক টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস। ডমিঙ্গো মনে করেন, মুশফিক বা লিটনরা দলে না থাকায় বাড়তি কোনো চাপ কাজ করবে না। বরং আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চকে সবসময় চাপ অনুভবের ক্ষেত্র বলে মনে করেন তিনি।





এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে খেলব। আমাদের তরুণদের জন্য এটা নিজেদের জাত চেনানোর দারুণ এক সুযোগ। মুশফিক ও লিটনের না থাকা আমাদের জন্য বড় দুই ক্ষতি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই চাপ আছে, এটা নিয়েই আপনাকে খেলতে হবে।’