শ্রীলংকান প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব-তামিম-তাসকিন সহ জাতীয় দলের ৭ জন বাংলাদেশী ক্রিকেটার

লংকান প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন এক ঝাঁক তারকা ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সহ আরো চারজন জাতীয় দলের ক্রিকেটার। আগামী ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগের এবারের আসর। যা শেষ হবে ২২ আগস্ট।

নিউ জিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাঘান, জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর, যুক্তরাষ্ট্রের আলী খান ও নেপালের সন্দীপ লামিছানে দ্বিতীয় আসরে খেলতে আগ্রহী। অস্ট্রেলিয়ার জেমস ফকনার, উসমান খাজা, বেন ডাঙ্ক, ক্যালাম ফার্গুসনও ড্রাফটের জন্য নাম জমা দিয়েছেন। এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক নিকোলাস পুরান।

লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটের তালিকা-
বাংলাদেশ :- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার।
অস্ট্রেলিয়া :- উসমান খাজা, বেন ডাঙ্ক ও কালাম ফার্গুসন।

ওয়েস্ট ইন্ডিজ :- শেলডন কটরেল, রায়াদ এমরিট, রবি রামপাল, ডুয়াইন স্মিথ, দীনেশ রামদিন, জনসন চার্লস ও রম্যান পাওয়েল।
পাকিস্তান :- হারিস সোহেল, ওয়াকাস মাসুদ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান, শোয়েব মাকসুদ, শান মাসুন, আনোয়ার আলী ও আমাদ বাট।





দক্ষিণ আফ্রিকা :- রাইলি রুশো, ডেভিড উইজ, ট্রেভর স্মুটস, মরনে মরকেল, রসি ভ্যান ডার ডাসেন, কেশভ মহারাজ, তাবরিজ শামসি ও হারদুস ভিলজয়েন।
আফগানিস্তান :- আসগর আফগান, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, উসমান শিনওয়ারি, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই ও কাইস আহমেদ।