পুরো বছর জুড়েই বাংলাদেশকে আরো ভালো ভালো ম্যাচ উইনিং ইনিংস উপহার দিতে চাই : মুশফিকুর রহিম

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি প্লেয়ার অফ দ্যা মান্থ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রেমাকে টপকে প্রথম বাংলাদেশি হিসেবে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মুশফিক।

শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক ৭৯ গড়ে ২৩৭ ওয়ানডে রানের জন্য এই তালিকায় মনোনীত হয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ রান করে দেশটির বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ে রাখেন অনন্য ভূমিকা।

এ ছাড়া হাসান পাকিস্তানি পেসার হাসান আলী ১৪টি টেস্ট উইকেট ও শ্রীলঙ্কান স্পিনার প্রভীন জয়া বিক্রমা ১১টি টেস্ট উইকেট নিয়ে মে মাসের সেরা তালিকার জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু মুশফিকের পারফর‍্যমান্সের কাছে তাদের হার মানতে হয়েছে।

আইসিসি প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়ে দারুণ খুশি মুশফিকুর রহিম। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় মুশফিকুর রহিম বলেন, “প্রথমে আমি আইসিসিকে ধন্যবাদ দিতে চাই আমাকে মে মাসের জন্য নমিনেশন দেয়ার জন্য। তাঁর চেয়েও বড় ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট করেছেন”।





“আমি মনে করি এটা শুধু আমার নাম না বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন। ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে সবসময় শুধু প্লেয়ার অব দ্য মান্থ না, পুরো বছর জুড়েই যেন আমার এই ধারাবাহিক পারফরম্যান্স বজায় থাকে। বাংলাদেশকে যেন আরও ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি এবং অনেক ম্যাচ উইনিং ইনিংস উপহার দিতে পারি।’