নিজের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনে আসছেন সাকিব আল হাসান

ঢাকা প্রিমিয়ার লিগে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে চারপাশে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। যার কারণে ঢাকা প্রিমিয়ার লিগে ৫ লাখ টাকা জরিপানা সহ তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। গতকাল ম্যাচ রেফারির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন সাকিব আল হাসান।

তবে নিজের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনে আসছেন সাকিব আল হাসান। সোমবার (১৪ জুন) মোহামেডান ক্লাবের প্যাভিলিয়নে বিকেল ৩টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন করবেন ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা পাওয়া সাকিব।

মোহামেডান ক্লাব জানিয়েছে, আবাহনী লিমিটেডের মধ্যকার খেলায় ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে সাকিব আল হাসানের বিরুদ্ধে আনিত অভিযোগ এবং শাস্তিসহ অন্যান্য বিষয়ে সাকিব ব্যক্তিগত ও ক্লাবের মতামত প্রদান করবেন।

মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির প্রধান মাসুদউদ জামান বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছি ক্লাবের প্যাভিলিয়নে। বায়ো-বাবলে থাকায় সাকিব উপস্থিত থাকতে পারবেন না। তবে তার লিখিত বক্তব্য পড়ে শোনানো হবে। এরপর ভার্চুয়ালি তাকে যুক্ত করা হবে।’

যদিও ঘটনাটির পর শুক্রবার এর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়ে ছিলেন সাকিব আল হাসান। তিনি লিখেছিলেন, “প্রিয় অনুরাগী এবং অনুসারীরা, আমি মেজাজ হারিয়ে এবং ম্যাচটি সবার জন্য, বিশেষত যারা বাড়ি থেকে দেখছেন তাদের জন্য নষ্ট করার জন্য আমি অত্যন্ত দুঃখিত”।





“আমার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের উচিত ছিল না সেভাবে প্রতিক্রিয়া জানানো কিন্তু কখনও কখনও সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এটি দুর্ভাগ্যজনকভাবে ঘটে। এই মানবিক ত্রুটির জন্য আমি দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্টের কর্মকর্তা এবং সাংগঠনিক কমিটির কাছে ক্ষমা চাইছি। আশা করি, ভবিষ্যতে আর এটিকে পুনরাবৃত্তি করব না। আপনাদের ধন্যবাদ এবং সবাইকে ভালবাসি।’