তামিম ইকবালদের হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ জয় তুলে নিল আবাহনী লিমিটেড।

ঢাকা প্রিমিয়ার লিগে আজ হাইভোল্টেজ ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩০ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে আবহনী লিমিটেড। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।





প্রাইম ব্যাংকের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মহাম্মদ নাইম এবং মুনিম শাহরিয়ার। পাওয়ার-প্লেতে এই দুইজন যোগ করেন ৪৯ রান। ২৭ বলে ৫টি চারের সাহায্যে ২৯ রান করে শরিফুল ইসলামের বলে প্যাভিলিয়নে ফেরেন জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ নাহিম।

এরপর মুনিম শাহরিয়ারকে সাথে নিয়ে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত। ২১ বলে ২টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৩০ রান করে অলক কাপালির বলে প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ১৪ রান করে শরিফুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম।

তবে অন্য প্রান্ত থেকে একাই ব্যাটিং তাণ্ডব চালিয়ে গেছেন মুনিম শাহরিয়ার। একটু জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। ৫০ বলে ১০টি চার এবং ৫টি ছক্কা সাহায্যে ৯২ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়াও আফিফ হোসেন অপরাজিত ছিলেন ১৩ রান করে। দুইটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় রনি তালুকদারের উইকেট হারায় প্রাইম ব্যাংক। ৪ রান করে মোহাম্মদ সাইফুদ্দিন বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে এরপর আনামুল হক বিজয় কে সাথে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে তামিম ইকবাল।

তুলে নিয়েছেন টুর্নামেন্টের নিজের প্রথম হাফ সেঞ্চুরি। তবে এর পরেই জোড়া উইকেট হারায় প্রাইম ব্যাংক। আমিনুল ইসলাম বিপ্লবের বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক আনামুল হক বিজয়। হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল।





৪১ বলে ৮টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৫৫ রান করে আরাফাত সানির বলে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল। জোড়া উইকেট হারিয়ে চাপে পড়া প্রাইম ব্যাংকে আর টেনে তুলতে পারেননি কোন ব্যাটসম্যান। এরপর বৃষ্টির কারণে ১৯ ওভারে প্রাইম ব্যাংকের টার্গেট দাঁড়ায় ১৭৪ রান। নির্ধারিত ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।