ঢাকা লিগে অষ্টম রাউন্ডের খেলায় সাকিব আল হাসানকে ছাড়াই ম্যাচে জয়লাভ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ঢাকা প্রিমিয়ার লিগের ৪৬ তম ম্যাচে আগে ব্যাট করে ওল্ড ডিওএইচএসকে ১৫৫ রানের টার্গেট দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। জবাবে বৃষ্টির দিনে মাত্র ৯ রানে জয়লাভ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
রোববার (১৩ জুন) বিকেএসপির ৪ নাম্বার মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে মোহামেডান। ইরফান ৪২ বলে ৬৮ রান নিয়ে অপরাজিত ছিলেন। ব্যাটিং করতে নেমে দুই ওপেনার দেখেশুনে ধীরে ধীরে খেলতে থাকেন।
আব্দুল মাজিদ ২৯ বলে ২৯ ও পারভেজ হোসেন ইমন ১৫ বলে ১৪ করেন। দুজনে ফিরে গেলে খেলার নাটাই নিজেরহাতে নিয়ে নেন ইরফান। ইনিংসের ৬ ওভারের সময় মাঠে নেমে খেলেন শেষ বল পর্যন্ত। তার ৪২ বলের ইনিংসটি সাজানো ছিল ৫টি ছয় ও ৩টি চারে।
এ ছাড়া শামসুর রহমান ১৭, নাদিফ চৌধুরী ১৪ রান করে সাজঘরে ফেরেন। ৫ রানে অপরাজিত ছিলেন শুভাগত হোম। সর্বোচ্চ ২ উইকেট নেন রাকিবুল হাসান।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালোই শুরু করেন দুই ব্যাটসম্যান আনিসুল ইসলাম ইমন এবং রকিন আহমেদ। ২৩ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন আনিসুল ইসলাম ইমন। এরপর জোড়া উইকেট তুলে নেন শুভাগত হোম।
১৭ রান করা রকিন আহমেদের পর দলীয় ৭৭ রানের মাথায় ১২ রান করা রায়ান আহমেদের উইকেট তুলে নেন শুভাগত হোম। ১৩.৪ ওভার পর আসে বৃষ্টি। বৃষ্টি আইনে ওল্ড ডিওএইচএসের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১২৫। তারা ৪ উইকেট হারিয়ে ১১৫ রান করে। শেষ পর্যন্ত ৯ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।