সাকিবের শাস্তি মওকুফের জন্য সিসিডিএমের কাছে আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পিয়ারের উপরে তেড়ে গিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ সহ পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিব আল হাসানকে।
গতকাল শাস্তি মেনে নিলেও শাস্তি মওকুফের জন্য আবেদন করেননি তিনি। তবে সাকিবের হয়ে আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ এমনটাই জানিয়েছেন মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।
গত শুক্রবার আবাহনীর মুশফিকুর রহিমকে এলবিডাব্লিউ না দেওয়ায় আম্পায়ারের ওপর চটে যান সাকিব। এরপর আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও তিনি বিবাদে জড়ান। ঘটনাটি ঘটে ইনিংসের পঞ্চম ওভারে, বোলিং করতে আসেন সাকিব আল হাসান। ওই ওভারে একটি ছক্কা এবং একটি চার মারেন মুশফিকুর রহিম।
ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের প্যাডে লাগলে এলবিডাব্লিউর আবেদন করেন সাকিব আল হাসান। সাকিবের আবেদন নাকচ করে দেন আম্পিয়ার। এলবিডব্লিউ আউট না দেওয়াই আম্পিয়ারের সামনে লাথি মেরে স্টাম ভাঙ্গেন সাকিব।
এর ঠিক পরের ওভারেই বৃষ্টিতে খেলা বন্ধ করা হলে সাকিব এর প্রতিবাদ করতে এগিয়ে যান এবং তিনটি স্ট্যাম্পই তুলে আম্পায়ারের সামনে দিয়েছেন এক আছাড়! সে সময় আম্পায়ারকে শাসাতেও দেখা গেছে তাকে।
গতকাল শুনানি শেষে সাকিবকে ৫ লাখ টাকা জরিমানা এবং তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে সিসিডিএম। আজ এই বিষয়ে মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, “হ্যা, সিসিডিএমের কাছে সাকিবের শাস্তি মওকুফের জন্য আবেদন করা হয়েছে। আবেদন পত্রটি সিসিডএম বরাবর পাঠানো হয়েছে। সেখানে আমরা সিসিডিএমকে অনুরোধ করেছি তারা যেন সাকিবের শাস্তি মওকুফ করে।’