কাগিসো রাবাদা বিধ্বংসী বোলিংয়ে মাত্র আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ব্যবধানে টেস্ট ম্যাচ জয়লাভ করলো দক্ষিণ আফ্রিকা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র আড়াই দিনের প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। ড্যারেন স্যামি স্টেডিয়ামে শনিবার প্রথম টেস্টে ইনিংস ও ৬৩ রানে ব্যবধানে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৯৭ রানে গুটিয়ে যাওয়া স্বাগতিকরা।

জবাবে কুইন্টন ডি ককের ক্যারিয়ার সেরা ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৩২২ রান। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কাগিসো রাবাদা বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৬২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনই (শুক্রবার) ৪ উইকেট নিয়ে জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা।

৪ উইকেটে ৮২ রান নিয়ে দিন শুরু করা দলটি সপ্তম ওভারে হারায় জার্মেইন ব্ল্যাকউডকে। রাবাদার ফুল লেংথ বলে ড্রাইভ করে শর্ট কাভারে ধরা পড়েন তিনি। জেসন হোল্ডারকে দ্রুত ফেরান কেশব মহারাজ। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রাখেন রোস্টন চেইস।

১২২ বলে ফিফটি করার পর বেশিক্ষণ টিকেননি তিনিও। ৭ চার ও এক ছক্কায় ৬২ রান করে বোল্ড মহারাজের বলে। রাকিম কর্নওয়াল ও জশুয়া দা সিলভাকে ফিরিয়ে দেন রাবাদা। কর্নওয়াল ফেরেন দ্রুত। কিন্তু থিতু হয়েও দলকে টানতে পারেননি দা সিলভা।





শেষ ব্যাটসম্যান হিসেবে অভিষিক্ত জেডেন সিলসকে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন নরকিয়া। অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটসম্যান ডি কক।