মেহেদী হাসানের ২১ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংসে জয় তুলে নিল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ঢাকা লিগে সপ্তম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুক্রবার (১১ জুন) বিকেএসপির ৩ নাম্বার মাঠে গাজী গ্রুপ মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়নের। টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে গাজী।

ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন মাহেদী হাসান। তিনি ২১ বলে ৪৭ রান করে ৬টি চার ও ৩টি ছক্কার মারে। এ ছাড়া ইয়াসির আলী ৩৯ বলে ৪৭ রান করেন। ২১ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন আরিফুল হক। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আলাউদ্দিন বাবু।

১৭৪ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে শুরু থেকে ব্রাদার্স ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ১১ ওভার ২ বল খেলার পর আসে বৃষ্টি। ততক্ষণে ব্রাদার্স মাত্র ৫ উইকেট হারিয়ে ৮৫ রান করে। খেলা আর মাঠে না গড়ানোতে বৃষ্টি আইনে ১৫ রানে জেতে গাজী।





গাজীর হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন মাহেদী হাসান। তিনি ৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। মাহেদী ২ ওভারে ১৫ রান দিয়ে নেন ১ উইকেট। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরষ্কার।