হঠাৎ গুঞ্জন! ঢাকা প্রিমিয়ার লিগ ছেড়ে ১৫ জুন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান?

হঠাৎ করেই গুঞ্জন উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ ছেড়ে পরিবারের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ-এর পরিবর্তে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি।

ইতিমধ্যেই ঢাকা লীগে পাঁচ ম্যাচের মধ্যে প্রথম তিন ম্যাচে জয়লাভ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে সাকিব আল হাসানের দল। কিন্তু হঠাৎ করেই আজ গুঞ্জন উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ ছেড়ে ১৫ জুন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব।

এদিকে মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তাদের কাছেও পৌঁছেছে এই সংবাদ। তারা অস্বীকার করেছে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে তাদেরকে ফোন করেছে এই ব্যাপারে জানার জন্য। ‘হ্যাঁ, খবরটি আমাদের কানেও এসেছে। অনেক মিডিয়া হাউজ থেকে ফোনও এসেছে, তারা জানতে চাইছেন-সাকিব নাকি পুরো লিগ খেলবেন না, ১৫ জুন চলে যাবেন?’





তবে সাকিবের ১৫ জুন যুক্তরাষ্ট্র চলে যাওয়ার কোনো খবর মোহামেডান কর্তাদের কারও জানা নেই। মোহামেডানের কর্তাদের বিশ্বাস পুরো টুনামেন্ট খেলবেন সাকিব আল হাসান। যদিও প্রথম তিন ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচ হারে অবস্থান খানিকটা নড়বড়ে হয়ে গেছে সাদা-কালোদের। আগামীকাল ১০ জুন লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে ষষ্ঠ ম্যাচ। আর পরদিন চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে বিগ ম্যাচ।