শ্রীলংকা সফরে ভারত দলের প্রধান কোচ হলেন রাহুল দ্রাবিড়

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত ক্রিকেট দল। তবে এই সময়ে ভারত জাতীয় ক্রিকেট দলের রয়েছে ২ টি দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড গিয়েছে বিরাট কোহলি-রোহিত শর্মারা।

কিন্তু একই সময়ে রয়েছে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। করোনা ভাইরাসের এই সময় ইংল্যান্ড থেকে ফিরে শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলা অনেকটাই অসম্ভব ‌বিরাট কোহলি-রোহিত শর্মাদের জন্য।

তাই দ্বিতীয় সারির একটি দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত। যে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়। কোচিং স্টাফের বাকি সদস্যদের নিয়োগ দেওয়া হবে ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) থেকে।





শ্রীলঙ্কা সফরে অধিনায়কত্ব দেওয়া হতে পারে শিখর ধাওয়ানকে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে ১৩ জুলাই। সিরিজের বাকি দুইটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুলাই ও ১৮ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ জুলাই।