মুশফিকুর রহিম এবং মোসাদ্দেক হোসেনের জোড়া হাফ সেঞ্চুরিতে মাহমুদুল্লাহ রিয়াদের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিল আবাহনী লিমিটেড

মুশফিকুর রহিম এবং মোসাদ্দেক হোসেন সৈকতের জোড়া হাফ সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে আবহনী লিমিটেড।আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে ১৩ বল হাতে রেখেই টুর্ণামেন্টে চতুর্থ জয় তুলে নেয় আবাহনী লিমিটেড।





টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৮ রান যোগ করেন দুই ওপেনার ব্যাটসম্যান মেহেদি হাসান এবং সৌম্য সরকার। ৩২ বলে ৭টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৪৩ রান করে আমিনুল ইসলামের বলে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান।

এরপর দলীয় ১২৯ রানের মাথায় ১২ রান করে মমিনুল হক আউট হলে রানের চাকা থেমে যায় গাজী গ্রুপের। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সৌম্য সরকার। ৫০ বলে ছয়টি চার এবং দুইটি ছক্কার সাহায্যে ৬৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার।

এছাড়াও ইয়াসির আলী ৯, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৫, জাকির হাসান ১, আরিফুল হক করেন ৫ রান। শহিদুল ইসলাম এবং আমিনুল ইসলাম নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব।

১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ নাইমের উইকেট হারায় আবহনী লিমিটেড। ১০ রান করে মেহেদী হাসানের বলে প্যাভিলিয়নে ফেরেন নাঈম। ব্যাট হাতে আজও ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। মাত্র ৫ রান করেই নাসুম আহমেদের বলে আউট হন তিনি।





এরপর দলীয় ৪৮ রানের মাথায় ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন মমিন সরকার। তবে বাকি ১০৩ রান দুইজন মিলে ভাগ করে করেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং মুশফিকুর রহিম। ৩৫ বলে চারটি চার এবং একটি ছক্কার সাহায্যে ৫৩ রান করে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। অপরপ্রান্তে ২৮ বলে চারটি চার এবং তিনটি ছক্কা সাহায্যে ৫০ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।