টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় পাঁচ নম্বরে উঠে গেলেন সাকিব আল হাসান।

ক্রিকেট বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্টে অনেক জনপ্রিয় একটি নাম সাকিব আল হাসান। বিগত কয়েক বছর ধরেই নিয়মিত খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সহ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ এবং পাকিস্তান সুপার লিগ। বাংলাদেশ ক্রিকেটের এই পোষ্টের বয় টি-টোয়েন্টি ক্রিকেটে উঠে গেছেন কিংবদন্তিদের তালিকায়।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকের তালিকা সেরা পাঁচে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। আজ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দুই উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এই দুই উইকেট সহ টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৩৬৯ টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

ম্যাচ খেলেছেন ৩২৪ টি। এর মধ্যে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪ বার এবং চার উইকেট নিয়েছেন ৮ বার। সর্বোচ্চ ৬ রানের বিনিময়ে নিয়েছেন ছয়টি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় সবার উপরে আছেন ডোয়াইন ব্রাভো। ৪৭৮ ম্যাচে ৫১৮ উইকেট নিয়েছেন তিনি।





এছাড়াও সুনিল নারায়ণ ৩৫৫ ম্যাচে ৩৯৩ উইকেট, মালিঙ্গা ২৯৫ ম্যাচে ৩৯০ উইকেট, ইমরান তাহির ৩০৮ ম্যাচে ৩৮৬ উইকেট নিয়েছেন। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন সাকিব আল হাসান। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন তিনি। এই টুর্নামেন্টের সাকিব আল হাসানের সামনে সুযোগ রয়েছে ইমরান তাহিরকে পিছনে ফেলে চতুর্থ স্থানে ওঠার।