সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় জয় তুলে নিল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল মাহমুদুল্লাহ রিয়াদের গাজী গ্রুপ ক্রিকেটার্স। লিজেন্ড অব রূপগঞ্জের দেওয়া ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রূপগঞ্জ। দলীয় ৩২ রানের মাথায় টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারায় রূপগঞ্জ। ইনিংসের প্রথম ওভারেই আজমির আহমেদকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান। এরপরে অধিনায়ক নাঈম ইসলামকে ১৩ রানে প্যাভিলিয়নের ফেরান নাসুম আহমেদ।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন মেহেদি মারুফ। ২৪ রান করে মাহমুদুল্লাহ রিয়াদের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এছাড়াও সোহাগ গাজী ২১, সাব্বির রহমান ১৮ এবং আলামিন জুনিয়র করেন ১৬ রান। ৪ ওভারে ৯ রানের বিনিময়ে একটি উইকেট নেন নাসুম আহমেদ। এছাড়াও মেহেদী হাসা,ন মাখিদুল ইসলাম এবং মাহমুদুল্লাহ রিয়াদের দুটি করে উইকেট নেন।

১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানের মাথায় প্রথম উইকেট হারায় গাজী গ্রুপ। ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান। তবে আজ ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে এটিই তার প্রথম হাফ সেঞ্চুরি।





মমিনুল হককে সাথে নিয়ে ৮২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। ৪৩ বলে চারটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ৫৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। ২৯ বলে দুইটি চার এবং একটি ছক্কার সাহায্যে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন মমিনুল হক। বাকি কাজটুকু করে দেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং ইয়াসির আলী। ১৫ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং ১৩ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলী।