লর্ডসে অভিষেক ম্যাচেই ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ডেভন কনওয়ে

টেস্ট ক্রিকেটে স্বপ্নের মতো অভিষেক হলো নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান ডেভন কনওয়ের। লর্ডসে অভিষেক ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। বৃহস্পতিবার লর্ডসে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৩৪৭ বলে ২২ টি চার এবং একটি ছক্কার সাহায্যে ডাবল সেঞ্চুরির দেখা পান এই কিউই ক্রিকেটার।

ডেভন কনওয়ের আগে অভিষেক ম্যাচে এমন কীর্তি গড়েছেন আর মাত্র ৬ জন ব্যাটসম্যান। তিনি নিউ জিল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার যিনি অভিষেকে ডাবলের দেখা পান। এর আগে ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি গড়েন ম্যাথু সিনক্লেয়ার।

অভিষেকে ডাবল হাঁকানো ব্যাটসম্যানরা হলেন ইংল্যান্ডের টিপ ফস্টার (২৮৭) ১৯০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে,ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো (২১৪) ১৯৭২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে,শ্রীলঙ্কার বেন্ডন কুরুপ্পু (২০১) নিউ জিল্যান্ডের বিপক্ষে,





নিউ জিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার (২১৪) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার জ্যাকুইস রুডলফ (২২২) ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স (২১০*) ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে ও নিউ জিল্যান্ডের ডেভন কনওয়ে (২০০) ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে।