আব্বাস মুসা এবং তাসামুল হকের জোড়া হাফ সেঞ্চুরিতে সাকিবদের সামনে বড় টার্গেট দাঁড় করলো পারটেক্স স্পোর্টিং ক্লাব

ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় মিরপুর শের-ই-বাংলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রথম ২ ওভারে ১৮ রান তুলেছিল পারটেক্স। তৃতীয় ওভারে নিজেকে বোলিংয়ে আনেন সাকিব। এসেই পেয়ে যান উইকেট।

পারটেক্স স্পোর্টিং ক্লাবের বাঁহাতি ব্যাটসম্যান রিজবীকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার। পরের পাঁচ বলে পারটেক্সের অধিনায়ক তাসামুল কোনো রান নিতে পারেননি। ফলে সাকিবের প্রথম ওভারটি যায় উইকেট মেডেন। তবে এরপরে ঘুরে দাঁড়ায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের দুই ব্যাটসম্যান আব্বাস মুসা এবং তাসামুল হক।

দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন আব্বাস মুসা। তবে মোহামেডানকে খেলায় ফেরান তাসকিন আহমেদ। ইনিংসের ১৫ তম ওভারে তুলে নেন জোড়া উইকেট। ৯৫ রানের পার্টনারশিপ ভাঙ্গেন তাসকিন। ৪৪ বলে পাঁচটি চার এবং ৫ টি ছক্কার সাহায্যে ৬৪ রান করে তাসকিনের বলে প্যাভিলিয়নে ফেরেন আব্বাস মুসা।





পরের বলে তুলে নেন নাজমুল হোসেন মিলনের উইকেট। দলীয় ১১৮ রানের মাথায় ধীমান ঘোষ এর উইকেট তুলে নেন আবু জাহেদ। নির্ধারিত ২০ ওভারে ৫ হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে পারটেক্স স্পোর্টিং ক্লাব। অধিনায়ক তাসামুল হক অপরাজিত থাকেন ৫৯ রান করে। তাসকিন আহমেদ দুইটি এবং আবু জাহেদ ও সাকিব আল হাসান একটি করে উইকেট লাভ করেন।